নিজস্ব প্রতিনিধিঃ আজ সোমবার বগুড়ার সোনাতলায় উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সরকারি যাকাতের ফান্ডে হতে উপজেলার শিক্ষা বৃত্তি, চিকিৎসা, গৃহ মেরামত, ছাগল পালন, যাকাত ফান্ডের টাকা মোট ১২ জনকে দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে অর্থ হাতে তুলে দেন। মোট ৪৭হাজার ২শত টাকা ১২ জনের মাঝে বিতরণ করা হয়। এতে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন। বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মিনহাদুজ্জামন লীটন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার মোঃ জিল্লুর রহমান, সাধারণ কেয়ার টেকার শাহজাহান আলী, সহ আরো অনেকেই।
Leave a Reply