1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :

শিবগঞ্জে ভ্যান চালকের কন্যা সুরভীকে বাঁচাতে সাহায্য হাত বাড়িয়ে দেওয়ার জন্য মায়ের আকুতি

  • মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৬৫

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে হতদরিদ্র ভ্যান চালকের ২বছরের শিশু কন্যা সুরভীর হার্ড ফুটো হওয়ায় তাকে বাঁচাতে সাহায্যের আবেদন জানিয়েছেন মা ববিতা বেগম।
জানা যায়, উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের বাদে চাঁদনগর গ্রামের হত দরিদ্য ভ্যান চালক সাগর আহম্মেদ সাব্বির এর ঘর আলো করে গত ২ বছর পূর্বে ফুটফুটে শিশু কন্যা সুরভী জন্ম নেয়। শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে হতদরিদ্য ভ্যান চালাক তার নিকটতম আত্মীয় স্বজনরা ঢাকায় চিকিৎসার জন্য সহায়তা করেন। সেখানে চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর তার পিতাকে জানান যে, সুরভীর হার্ড ফুটো হয়েছে। তাকে দ্রæত দেশের বাহিরে নিয়ে উন্নত চিকিৎসা করালে শিশুটিকে মহান আল্লাহর তায়ালার রহমতে বাঁচানো সম্ভব হবে। কথাটি শুনার পর হত দরিদ্র্য পিতা-মাতার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে। কিভাবে তাদের আদরের সন্তানকে দেশের বাহিরে নিয়ে চিকিৎসা সেবা করাবে। তারা তাদের সন্তানকে বাঁচাতে নিকট আত্মীয় স্বজনের কাছে হাত পাতলেও সুরভীর চিকিৎসার জন্য যে টাকা ব্যয় হবে অসহায় পিতার মাতার পক্ষে ব্যয় করা সম্ভব হচ্ছে না। তাই এই অসহায় পিতা-মাতা সন্তানকে বাঁচানোর জন্য বিভিন্ন সরকারি দপ্তর সহ বিভিন্ন জায়গায় সাহায্যের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন। তারা ভাবছেন যে, সমাজের বিত্তশালীরা তাকে সহযোগিতা করলে তার সন্তানকে বাঁচানো সম্ভব হবে।
এব্যাপারে সুরভীর মা ববিতা বেগম বলেন, বর্তমানে আমার মেয়ের সুরভী নিজ পায়ে দাঁড়াতে পারচ্ছেনা, হাত-পা বিকলঙ্গ হয়ে যাচ্ছে। আত্মীয় স্বজনদের সহযোগিতায় ঢাকায় পরীক্ষা নিরীক্ষা করার পর আমার মেয়ের হার্ড ফুটো হয়েছে বলে ডাক্তার জানিয়েছেন। আমার মেয়ের উন্নত চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা প্রয়োজন। আমাদের পক্ষে এতো টাকা জোগার করা সম্ভব না। আমার সন্তানকে বাঁচানোর জন্য আপনাদের নিকট সাহায্যর আবেদন করছি। আর্থিক সাহায্য পাঠাতে ০১৭৮৩২০৪৬৪৭ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট