1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাতলায় অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্ত ভ্যান চালককে গরু দিলেন ইউপি চেয়ারম্যান টুল্লু সোনাতলায় নাম্বার বিহীন ট্রাকের যন্ত্রাংশ আলাদা করার সময় দুইজন আটক বগুড়ায় ধান কেটে মজুরি না পাওয়ায় ৫ দিনমজুরের থানায় অভিযোগ গাবতলীর বাগবাড়ীতে শহীদ জিয়া কলেজ সরকারীকরণের দাবীতে লিফলেট বিতরণ কাহালুতে আওয়ামীলীগ নেতা গ্রেফতার কাহালুতে দুই ব্যবসায়ীকে ৮৫ হাজার টাকা জরিমানা বগুড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতলায় ১০২ মুক্তিযোদ্ধাকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চিঠি সারিয়াকান্দিতে জমিজমা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত সোনাতলায় এক সন্তানের জননীকে নিয়ে যুবক উধাও, থানায় অভিযোগ

বগুড়ার চিত্র পরিচালক পুটুর স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা

  • বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ২৯৪

বগুড়া প্রতিনিধি: আলপনা কথা চিত্রের মালিক আজিজুল হক পুটুর স্ত্রী আলপনা শাহীন পাপিয়া ও তার মেয়ে আইরিন হক পম্পার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়েছে। ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট কোর্ট এই গ্রেপ্তারী পরোয়ানা জারী করেন। আসামীরা বগুড়া সদরের ঠনঠনিয়া হাজিপাড়ার বাসিন্দা। আসামীরা বর্তমানে ফ্লাট নং সি-৬০৩, আজিজ প্যালেস সিদ্ধেশ্বরী ঢাকায় বসবাস করেন। ওই প্রতারণা মামলার বাদী ছিলেন, আসামী আলপনা শাহীন পাপিয়ার ননদ মমতাজ বেগম।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, সিনেমা পরিচালক আজিজুল হক পুটু দীর্ঘদিন কিডনি রোগে আক্রান্ত হয়ে বাসায় ছিলেন। এমতাবস্থায় ২০১৪ সালের ২০ মার্চ গুরুত্ব অসুস্থ হয়ে পড়লে ঢাকা বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় তিনি ২০ মার্চ ২০১৪ থেকে একই সনের ৩১ মার্চ পর্যন্ত অচেতন অবস্থায় হাসপাতালের আইসিইউতে লাইফ সাপর্টে ছিলেন। পরে ৩১ মার্চ সকাল ৮টায় তিনি মারা যান। কিন্তু আসামী আলপনা শাহীন পাপিয়া (৫৯) ও তার মেয়ে আইরিন হক পম্পা (৩০) ১৪ সালের ৭ মার্চ আজিজুল হক পুটু অরেজিস্ট্রিকৃত অসিয়ত নামা দলিল করে দিয়েছেন বলে দাবী করেন। পরবর্তিতে অসিয়ত নামা দলিলটি ভুয়া ও সাজানো ঘটনা বলে প্রকাশ পায়। পরে বাদী মমতাজ বেগম ওই অছিয়ত নামা দলিলের বিরুদ্ধে ঢাকা মহানগর কোর্টে একটি মামলা করেন। বিজ্ঞ আদালত ঘটনাটি ঢাকা পিবিআইকে নির্দেশ দেয়। পরে পিআইবি একটি প্রতিবেদন আদালতে জমা দেয়। সেই প্রতিবেদন বাদীর কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। ফলে মমতাজ বেগম পিবিআইর দেওয়া প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে আরেকটি অভিযোগ দেন। পরে মামলাটি সিআইডিতে স্থানান্তর হয়। সিআইডির স্পেশাল টিম বিষয়টি নিয়ে দীর্ঘদিন যাচাইবাছাই করেন। পরে ফরেন্সিক রিপোর্টে ওই অছিয়তনামার স্বাক্ষর জাল প্রমাণিত হয়। সিআইডি থেকে প্রতিবেদনে বলা হয় স্বাক্ষীদের স্বাক্ষ্য প্রমান, হস্ত বিশারদ কর্তৃক মতামত পর্যালোচনার পর আসামী আলপনা শাহীন পাপিয়া ও আইরিন হক পম্পা একটি প্রতারনামূলক সাজানো ভুয়া অছিয়তনামা তৈরি করেছেন। তাদের এই প্রতারণ সিআইডির কাছে প্রমাণিত হয়েছে। এই মর্মে সিআইডি কর্তৃক আদালতে প্রতিবেদন দাখিল করলে ঢাকা মহানগর কোর্টের বিজ্ঞ বিচারক আমাসী আলপনা শাহীন পাপিয়া ও আইরিন হক পম্পাকে গ্রেফতারের জন্য ঢাকার রমনা থানাকে নির্দেশ দেন।
এবিষয়ে বাদী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট আনিছুর রহমান মানবজমিনকে বলেন, দীর্ঘদিনধরে চলে আসা মামলাটি সর্বশেষ সিআইডি রিপোর্ট দিয়েছে। তাদের ফরেন্সিক রিপোর্টে আমাসী আলপনাশাহীন পাপিয়া ও আইরিন হক পম্পার প্রতারণার প্রমাণ মিলেছে। ফলে আদাল তাদের গ্রেপ্তারি পরওয়ানা জারি করেছে।
বাদী মমতাজ বেগম বলেন, আমি আমার ন্যায্য পাওনা বুঝে পেতে আসামীদের দ্বারা হয়রানির শিকার হয়ে আসছি। সিআইডি মামলাটি তদন্ত করেছে। তাদের কাছে আসামীদের প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়েছে। আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করেছে। আমি আশাকরি তাদের দ্রুত গ্রেফতার করে পুলিশ আসামীদের আদালতে হাজির করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট