কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কাহালু উপজেলার শিলকঁওড় রূপালী মৎস্যজীবি সমবায় সমিতির পক্ষে উপজেলা জলমহাল কমিটি অনুমোদন দেওয়া পুকুরে আরেকজন চুন ছিটিয়ে দেওয়ায় একটি লিখিত অভিযোগ হয়েছে। গতকাল সোমবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর এই অভিযোগটি করেন উল্লেখিত মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক আবেদ আলী। অভিযোগে উল্লেখ করা হয় শিলকঁওড় মৌজায় ৪৭৯ দাগে ১.৩৭ একর জলমহাল ইজারা নেওয়ার জন্য অনলাইনে আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে অভিযোগকারীর সমিতির পক্ষে জলমহাল কমিটিতে অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে কল্যাণপুর আশার আলো মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে আপিল করে। আপিল শুনানীর রায় না হওয়ার আগেই আপিলকারী সমিতির সভাপতির পক্ষে আব্দুর রহিমের কেয়ার টেকার জিয়ার রহমান অবৈধভাবে পুকুরে গিয়ে চুন ছিটিয়ে দেয়। এব্যাপারে ইউপি চেয়ারম্যান আঃ রহিম জানান, পুকুরটির ডিসিয়ার কাটা হয়েছে।
Leave a Reply