আব্দুর রাজ্জাক, সোনাতলা থেকেঃ বগুড়ার সোনাতলা সদর ইউনিয়ন পরিষদের ভিজিএফর ৩০বস্তা মজুত চালের মধ্যে ১৫ বস্তা চাল স্থানীয় ব্যবসায়ী তাজুলের নিকট বিক্রি করে। গোপন সংবাদের ভিত্তিতে গোডাউন থেকে ওই ১৫বস্তা চাল উদ্ধার ও সেইসাথে আরও ভিজিএফএর ১০৯ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিষ্ট্রেট সাইদা পারভীন অভিযান চালায়। এসময় সোনাতলা পৌরসভা এলাকার তাজুল ইসলামের চাতালের গোডাউন থেকে প্রতি বস্তা ৩০ কেজী ওজনের ১০৯ বস্তা চাল জব্দ করে। এসময় ওই গোডাউনের কর্মচারী মোজাম্মেল হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি চাল বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেনি। এরপর জব্দকৃত চালের বস্তাগুলো জব্দ তালিকা করে গোডাউনেই রাখা হয়। এঘটনায় সোনাতলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।
জানাগেছে, সোনাতলা উপজেলা সদর ইউনিয়ন পরিষদের ভিজিএফর ৩০বস্তা চাল বিতরণ না করে ১৯ এপ্রিল সকাল ৯টায় পৌরসভা এলাকার তাজুল ইসলামের গোডাউনে ১৫বস্তা বিক্রয় করে। গোপন সংবাদের ভিত্তিতে গোডাউন থেকে চালগুলো জব্দ করা হয়।
Leave a Reply