
সোনাতলা সংবাদদাতাঃ ১৯ এপ্রিল সকালে সোনাতলা উপজেলা আওয়ামীলীগের দলীও কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, প্রধান প্রধান সড়কে র্যালী ও উপজলো পরিষদ চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে বাংলাদেশ কৃষকলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে সোনাতলা উপজেলা কৃষকলীগ।
এ উপলক্ষে উপজেলা কৃষকলীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদের সভাপতিত্বে আ’লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড.মিনহাদুজ্জান লীটন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক। উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দিদারুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা কৃষকলীগের যুগ্মসাধারন সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক রিমন আহম্মেদ,পৌর কৃষকলীগের সভাপতি সেলিম, মধুপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সুরুজ মাষ্টার প্রমুখ। এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Related
Leave a Reply