মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর কদমতলী উচ্চ বিদ্যালয়ের ৫০বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী ও পুনমির্লনী নানা আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। ঈদের পরের দিন রবিবার বিদ্যালয় মাঠে রেজিস্ট্রেশনকৃত প্রাক্তন শিক্ষার্থীদের উপহার সামগ্রী প্রদান, বর্ণাঢ্য আনন্দ র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিনীত হলে তারা স্মৃতিচারণ করেন। বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মমিরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হারুন অর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার। আরো বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী ডিসেন্ট আহম্মেদ সুমন, মিজানুর রহমান পান্না, আলমগীর হোসেন, রহমত আলী, রিবন মিয়া প্রমূখ।
Leave a Reply