নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলায় কুপ্রস্তাবে রাজী না হওয়ায় তিন সন্তানের জননী এক গৃহবধুকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেছে একজন লম্পট। এঘটনায় সমাজপতিদের কাছে বিচার দিয়েও কোনও বিচার না পাওয়ায় সোনাতলা থানায় অভিযোগ দায়ের করেছে ওই গৃহবধু।
অভিযোগে জানাগেছে, সোনাতলা উপজেলার তিন সন্তানের জননী একজন গৃহবধু (৩৮) কে রফিকুল ইসলাম (৫৫) নামের একজন লম্পট বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। এরই এক পর্যায়ে গত ২৩ শে এপ্রিল রবিবার বেলা ২টার দিকে ওই গৃহবধুর বাড়ীতে কেউ না থাকার সুযোগে লম্পট রফিকুল ইসলাম তার বাড়ীতে ঢুকে ধর্ষনের চেষ্টা করে। এসময় ওই গৃহবধুর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে লম্পট রফিকুল ইসলাম পালিয়ে যায়। এঘটনার পর থেকে লম্পট রফিকুল পলাতক রয়েছে। এরপর সমাজপতিদের কাছে ওই গৃহবধু ও তার পরিবার বিচার দিয়েও কোনও বিচার না পাওয়ায় গত শনিবার (২৯শে এপ্রিল) সন্ধ্যায় সোনাতলা থানায় অভিযোগ দায়ের করেছে ওই গৃহবধু। লম্পট রফিকুল ইসলাম সোনাতলা পৌর এলাকার আগুনিয়াতাইড় মাগুরাপাড়া গ্রামের মৃত আব্দুল ওয়াব মোল্লার ছেলে।
এবিষয়ে সোনাতলা থানার এস আই (উপপরিদর্শক) নুর ইসলাম মুঠোফোনে বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
Leave a Reply