সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় ফুটবল খেলার দ্ব›দ্ব থামাতে গিয়ে দাঁত হারালেন সৌদি প্রবাসী রাঙ্গা মিয়া হেনা (৪৯)। ঘটনাটি ঘটেছে উপজেলার ভেলুরপাড়া এলাকায়।
ওই এলাকায় স্থানীয় দুটি ক্লাবের মধ্যে গতকাল ফুটবল খেলা চলছিল। খেলা চলার এক পর্যায়ে খেলা পরিচালকের একটি বিতর্কিত ফাউল ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হাতাহাতি থেকে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে দু’পাড়ার মধ্যে লাঠি নিয়ে হামলার ঘটনা ঘটে। এ সময় সৌদি প্রবাসী উত্তর ভেলুরপাড়া এলাকার মৃত আজিজার রহমান প্রামানিকের ছেলে রাঙ্গা মিয়া হেনা উভয়পক্ষের দ্ব›দ্ব থামাতে গেলে একটি পক্ষ তার উপর চড়াও হয়। এ সময় কতিপয় মুখচেনা ব্যক্তির অতর্কিত হামলায় ওই প্রবাসীর মুখের নিচের সারির দুইটি দাঁত পড়ে যায়। এছাড়াও হামলাকারীদের মারপিটে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশংকাজনক।
এ বিষয়ে আহত রাঙ্গা মিয়া জানান, পূর্ব শত্রæতার জের ধরে ভেলুরপাড়া এলাকার ছানা মিয়া ও তার ছেলেরা ফুটবল খেলার জের ধরে তার উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট সহ তার নিকটে থাকা প্রায় ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। এছাড়াও প্রতিপক্ষের লোকজন তার অন্ডকোষে আঘাত করে বলেও জানা গেছে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে সোনাতলা থানার ওসি জালাল উদ্দিন জানান, বিষয়টি তিনি অবগত হওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা স্বীকার করেন। এছাড়াও তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ প্রকৃত তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply