স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় সপ্তম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে অপহরন করে ধর্ষণের অভিযেগে মামলা দায়ের হয়েছে। এঘটনায় পুলিশ অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার ও ধর্ষনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে আজ শনিবার দুপুরে জেলহাজতে পাঠিয়েছে।
থানায় দায়ের করা মামলা ও পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার বিকেলে সোনাতলা উপজেলার পল্লী এলাকার সপ্তম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী (১৪) তার নানার বাড়িতে যাওয়ার পথে সারিয়াকান্দী উপজেলার হাটশেরপুর এলাকার বুলু মিয়ার ছেলে রাশিদুল ইসলাম (২৬) ও তার সহযোগীরা তাকে অপহরণ করে। এসময় ওই মাদ্রাসা ছাত্রীকে উপজেলার পাকুল্লা ইউনিয়নের পুর্ব সুজাইতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে যমুনা নদীতে নৌকায় নিয়ে ধর্ষন করে। এসময় ওই মাদ্রাসা ছাত্রীর চিৎকারে আশেপাশে থাকা লোকজন এগিয়ে এসে মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার ও ধর্ষক রাশিদুল ইসলামকে আটক করে। এসময় ধর্ষকের সহযোগীরা পালিয়ে যায়। পরে থানা পুলিশ গিয়ে ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসে। এঘটনায় শনিবার রাতেই ওই মাদ্রাসা ছাত্রীর মা বাদী হয়ে ৩ জনকে আসামী করে সোনাতলা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান সোনাতলা সংবাদকে বলেন, ধষিতার ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ধর্ষককে আজ শনিবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply