মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলীতে আওয়ামী লীগের দায়ের করা ককটেল বিস্ফোরণ ও মারপিট মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন (৫০) কারাগারে গিয়েছে। গতকাল রবিবার ওই মামলায় এনামুল হক নতুন স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে আইনজীবির মাধ্যমে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এনামুল হক নতুন এর পক্ষে মামলা পরিচালনা করেন সাবেক পিপি ও জেলা বিএনপি নেতা এ্যাডঃ একেএম সাইফুল ইসলাম। তিনি (এ্যাডঃ সাইফুল) জানান, গাবতলী পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান পাইকার এর বাদীত্বে প্রায় এক বছর পূর্বে থানায় দায়ের করা ককটেল বিস্ফোরণ ও মারপিট মামলায় রবিবার স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করা হলে বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি আরো বলেন, আইনী লড়াই এর মাধ্যমে অচিরেই এনামুল হক নতুনকে জামিনে মুক্ত করা হবে ইনশাআল্লাহ। অপর দিকে গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন কারাগারে যাওয়ার প্রতিবাদে বিএনপির নেতা-কর্মীরা বগুড়া শহরে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল বের করে। শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গাবতলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন এর পরিচালনায় ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মোদ খান রুবেল এর সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপি ও অঙ্গদলের নেতা-কর্মীসহ অন্যান্য এলাকার বিএনপি ও অঙ্গদলের নেতা-কর্মী। প্রতিবাদ সভায় অবিলম্ভে এনামুল হক নতুন এর নিঃর্শত মুক্তির দাবী করা হয়।
Leave a Reply