বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (ইঅগগঅ)-এর আয়োজনে ও মেডিসিনাল প্লান্টস এন্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (গচঐচইচঈ)-এর সার্বিক সহযোগিতায় ডড়ৎশংযড়ঢ় ড়হ জড়ষব ড়ভ ঞৎধফরঃরড়হধষ গবফরপরহব ঃড় ঃযব ঝড়পরড়-ঊপড়হড়সরপ ধহফ ঐবধষঃয পধৎব উবাবষড়ঢ়সবহঃ রহ ইধহমষধফবংয শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার বগুড়ার বেতগাড়ী, বনানীস্থ হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সভাপতি ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঔষধ প্রশাসন অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক আব্দুলাহ আল-মামুন। বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ, বগুড়ার অধ্যক্ষ হাকীম মো. মনিরুজ্জামান খান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি শিবব্রত রায়, গবেষণা, উন্নয়ন ও বৈদেশিক সম্পাদক এম এম রুবেল তালুকদার প্রমুখ।
Leave a Reply