আব্দুর রাজ্জাক সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে বুধবার সকালে উপজেলা সভাকক্ষে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার হাসিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আকতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল খালেক, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি নিপুণ আনোয়ার কাজল, সরকারী সোনাতলা মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মতিয়ার রহমান, বয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, । এসময় উপস্থিত ছিলেন বালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, সোনাতলা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারুল ইসলামসহ উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান।
Leave a Reply