মুহাম্মাদ আবু মুসাঃ ০১জুন/২৩ বৃহস্পতিবার বগুড়া গাবতলীর সুখানপুকুস্থ সৈয়দ আহম্মদ কলেজে ২০২২-২৩ শিক্ষা বর্ষে অনার্স প্রথম বর্ষে শিক্ষার্থীদের ক্লাস উদ্ধোধন করা হয়েছে। পরে কলেজের পক্ষ থেকে অনার্সে নতুন ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এ ছাড়া শিক্ষার্থীসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া খায়ের ও বিশেষ মোনাজাত করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের গর্ভানিং বডির সদস্য শহিদুল হক টুল্লু, ধন্য গোপাল সিংহ, কলেজের সহকারী অধ্যাপক মারুফুল ইসলাম সোহাগ, মুঞ্জুরে আলম রাসেল, জাকিরুল ইসলাম, প্রভাষক আবু বক্কর সিদ্দিক প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক আকলিমা খাতুন শিরিন। দোয়া মোনাজাত পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের প্রধানগণ ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
Leave a Reply