পলাশ মন্ডল, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৬ ই জুন, শুক্রবার সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। এতে উপস্থিত ছিলেন, সাংসদ পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল, পৌর মেয়র মতিউর রহমান মতি, থানার অফিসার ইনচার্জ( ওসি) রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিসহ সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন।
এ সময় উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১লাখ ৫৮ হাজার ২৭ টি স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের শুভ উদ্বোধন করা হয়।
Leave a Reply