1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কাহালুতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত মহিলা নিহত সোনাতলায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত গাবতলীর মহিষাবানে ফুটবল খেলায় ফতেহ আলী বাজার মৎস্য সমিতিকে হারিয়ে কলোনী বাজার বিজয়ী বগুড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্টে সাবেক এমপি লালু সোনাতলার বালুয়া ইউনিয়নের ভিডাব্লিউবি কর্মসূচীর চাল বিতরণ বগুড়া-১ আসনে নতুন তালিকায় খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা ১২৫টি সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক

সোনাতলায় সুখদহ নদী পারাপারে স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মাণে বাঁধাঃ দেড় হাজার মানুষের চলাচল ব্যহত

  • মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৪২২

আব্দুর রাজ্জাক সোনাতলাঃ বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের পূর্ব করমজা গ্রামে সুখদহ নদীতে স্বেচ্ছা শ্রমে নির্মিতব্য সাঁকো নির্মাণে বাঁধা প্রদান করছেন রঞ্জিত নামক এক ব্যক্তি।
এলাকাবাসী অভিযোগ, আমরা ইতিপূর্বে এই সুখদহ নদীর উপর একটি বাশেঁর সাঁকো নির্মাণ করেছিলাম। উক্ত সাঁকো নির্মানে ইত্যাদি থেকে পুরস্কার প্রাপ্ত সাদা মনের মানুষ খ্যাত জাহিদুল ইসলাম আমাদের সহযোগিতা করেছিলেন। পূর্ব করমজা ও পশ্চিম করমজা দুই গ্রামের বাসিন্দাদের নিকট থেকে সাহায্য ও সহযোগিতার মাধ্যমে এই সেতু নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন পানিতে থাকায় বাঁশের সেতুটি নষ্ট হয়ে যাওয়ার কারনে, দুপারের লোকজন যাতায়াতের সমস্যা সৃষ্টি হয়। পুনরায় দুই গ্রামের লোকজনের নিকট থেকে আবার সাহায্য নিয়ে জাহিদুল ইসলাম এইবার কংকৃটের খুটি পুঁতে পুনরায় একটি সাঁকো নির্মান শুরু করে। সাঁকো নির্মাণ প্রাক্কালে পশ্চিম করমজা গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত রাধিকা বাবুর ছেলে রঞ্জিত সাহা বাঁধা প্রদান করেন। এবিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।
এই পথ দিয়ে প্রতিদিন প্রায় দুইশতাধিক ছাত্র/ছাত্রী এবং দুই গ্রামের দেড় হাজার মানুষ যাতায়াত করে। বর্ষাকালে ছাত্র/ছাত্রী এবং নারী-পুরূষ সকলে যাতায়াত করতে অসুবিধা হয়। এই সাঁকো না থাকার কারনে ৫ মিনিটের পথ ঘুরে অন্যপথে প্রায় ৩০ মিনিট ব্যয় করতে হয়। শুধু তাই নয় এই গ্রামে উৎপাদিত ফসল ঘরে আনতে ১৫০ মিটার পথ প্রায় ৫ কিলোমিটার ঘুরে বাড়ি আনতে হয়।
সরেজমিনে দেখাযায়, সুখদহ নদীর মাঝে ৬টি কংকৃটের খুটি স্থাপন করা হয়েছে সাঁকো নির্মানের জন্য। কিন্তু সেতু নির্মাণে বাঁধা প্রদানের কারনে কাজের সমাপ্ত হয়নি। পশ্চিম করমজা ও পূর্ব করমজা দুই গ্রামের বাসিন্দাদের পায়ে হেটে পারাপরের জন্য নির্মিতব্য সাঁকো নির্মাণে বাধা প্রদানকারী রঞ্জিতের সাথে কথা বলেল তিনি বলেন, এখানে সাঁকো নির্মাণ করা হলে এলাকায় চোর ও মাদকের কারবার বৃদ্ধি পাবে তাই আমি সাঁকো নির্মান করতে নিষেধ করেছি। উনি আরও বলেন, ঐ গ্রামের (পূর্ব করমজা) লোকদের যদি সেতুর এতই প্রয়োজন হয় তাহলে আরও উত্তরে বা দক্ষিণে সাঁকো নির্মাণ করতে পারে। এখানে আমার জমি আছে তাই আমি সেতুটি নির্মাণ করতে নিষেধ করেছি এবং সোনাতলা থানা অফিসার ইনচার্জ বরাবরে একটি অভিযোগ দায়ের করেছি।
এলাকাবাসীরদের মধ্যে আওয়ামীলীগ নেতা মজনু, মোঃ শহিদুল গোলাম, আইয়ুব হোসেন নান্টু, হেলাল, ফরহাদ, মেহেদী জুয়েল, সাকিম, হাবিব ও আমজাদসহ এলাকার নারী-পুরুষ সকলে জানান, সেতু নির্মাণের ফলে দুই গ্রামের শিক্ষার্থী ও কৃষকসহ সকল বাসিন্দার নদী পারাপার সহজ হবে। আমরা যে রাস্তায় চলালচল করি তা পুরোটাই রেকর্ডের পথ, এই পথ সোজা সাঁকোটি নির্মাণ করা অত্যান্ত জরুরী।
এ ব্যপারে সোনাতলা থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান এর সাথে কথা বললে তিনি অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, উভয় পক্ষ কে বসে সামাজিক শান্তি-শৃংখলা বজায় রেখে সিন্ধান্ত নেওয়ার আহবান জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট