আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় পল্লী বিদ্যুতের খুঁটি বহনের গাড়ি ব্যটারী চালিত অটো ভ্যান ও মটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল গৃহবধুর।
২৪ জুন শনিবার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার পথে সোনাতলার সোনাতলার পৌর এলাকার আমলীতলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা উক্ত গৃহবধুকে উদ্ধার করে সোনাতলা হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকৎসক মৃত ঘোষনা করেন।
প্রত্যেক্ষদর্শিরা জানায়, পল্লী বিদ্যুতের খুঁটিবাহি ট্রলি বগুড়া থেকে সোনাতলার উদ্যেশ্যে যায়। একই দিক থেকে ব্যাটারী চালিত অটো ভ্যানযোগে ঐ গৃহবধু তার দুই সন্তানসহ বাবার বাড়ি রাণীরপাড়া গ্রাম থেকে স্বামীর বাড়ি একই ্উপজেলার শালিখার দিকে যাচ্ছিলেন। পল্লী বিদ্যুতের খুঁটিবাহি ট্রলিটি পৌর এলকার কাবিলপুর আমলিতলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছিলে একই দিকথেকে রওনা হওয়া গৃহবধুর ব্যটারী চালিত অটোভ্যানটি ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল এর সাথে ভ্যানের ধাক্কা লাগে অতঃপর ভ্যনটি পল্লী বিদ্যুতের খুঁটিবাহি ট্রলির সাথে ধাক্কা লেগে ভ্যান থেকে ছিটকে ট্রলির চাকার নিচে পরে যায় গৃহবধু। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাতলা হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। গৃহবধুর সাথে থাকা দুই সন্তান অক্ষত অবস্থায় বেঁেচ যায়।
পল্লী বিদ্যুতের সোনাতলা ডিজিএম উত্তম কুমার সাহা এর সাথে কথা বললে তিনি বলেন, দূর্ঘটনার কাথা শোনার পর লোক পাঠিয়ে জানতে পারি পল্লীবিদ্যুতের খুঁটি বাহি গাড়িটি বগুড়া থেকে ঠিকাদার প্রতিষ্ঠান নিয়ে আসে। কোন ঠিকাদার এর গাড়ি তা সু নির্দিষ্ট ভাবে জানা যায়নি।
এ বিষয়ে বগুড়া পল্লী বিদ্যুৎ-২ এর এসিএম বি-(ইএনসি) কাজী শেফাত রেজার সাথে কথা বললে তিনি বলেন, সোনাতলা উপজেলায় দুটি ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করছে তার মধ্যে রিয়া কনষ্ট্রাকশন এর কাজ চলমান রয়েছে এবং পৌর এলকার মধ্যে কাজ চলতেছে।
Leave a Reply