পলাশ মন্ডল,সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে সোহেল রানা বাবু (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বগুড়ার শেরপুর উপজেলার পেচুল পানিসারা একালার আমিনুর ইসলামের ছেলে এবং সদর ইউনিয়নের তিতপরল গ্রামের আতাউর রহমানের মেয়ে জামাই। রবিবার সকালে তার লাশ ঝলন্ত অবস্থা থেকে নামিয়ে ময়না তদন্তের জন্য বগুড়া মেডিকেলে পাঠিয়েছে থানা পুলিশ। জানা যায়, আতাউর রহমানের মেয়ে সম্পা খাতুনের সাথে এক বছর আগে সোহেল রানার পারিবারিক ভাবে বিয়ে হয়। কয়েকদিন আগে ঐ যুবক ঈদ করতে তাহার শশুর বাড়ীতে এসেছিলেন বৌ এর সাথে। এই ঘটনার আগে তাদের মধ্যে পারিবারিক ঝামেলা চলমান ছিলো। তবে এটি হত্যা নাকি আত্নহত্যা আপাতত তাহা স্পষ্ট করা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এটি একটি রহস্যময় ঘটনা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী।
Leave a Reply