কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১৯২ টি ট্যাব বগুড়ার কাহালুতে বিভিন্ন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ এই ট্যবগুলো ১৯২ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেন। উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মেহেদী হাসান জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এই ট্যাবগুলো পরিসংখ্যান ব্যুরো এর মাধ্যমে বিতরণ করা হয়েছে।
তথ্যমতে অত্র উপজেলার সকল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রোল নম্বর যাদের শুধু তারাই এই ট্যবগুলো পেয়েছে।
Leave a Reply