আব্দুর রাজ্জাক সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের অধীনে উপজেলায় ফ্যাশন ডিজাইন ও ফুড প্রসেসিং ট্রেডে ১৮তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে-প্রশিক্ষণ ভাতা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৯জুলাই রবিবার দুপুরে উপজেলা বঙ্গবন্ধু মিলেনিয়াম হল রুমে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ১৮তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে- প্রশিক্ষণ ভাতা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা ও সনদ প্রদান করেন বগুড়া -১আসনের জাতীয় সংসদ সদস্য ও মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সদস্য সাহাদারা মান্নান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মিনহাদুজ্জান লীটন, পাকুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লতিফুল বারী টিম, মধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মইনুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অসীম কুমার জৈন নতুন, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান, উপজেলা পরিসংখ্যান অফিসার সামিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সেতারা জাহান প্রমূখ। শেষে ৫০জন প্রশিক্ষণার্থীদের মাঝে ৬লক্ষ টাকার ভাতার চেক প্রদান করেন।
Leave a Reply