আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় বাঁশঝাড়ে পরিত্যক্ত অবস্থায় হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়েছে ।
১১জুলাই মঙ্গলবার সকাল ৯ ঘটিকার সময় উপজেলার পৌর এলাকার নিত্যনন্দনপুর গ্রামস্থ মোঃ শাহ নেওয়াজ তালুকদার বাবুর বাঁশ ঝাড়ে তার ভাতিজা মমিনুল ইসলামের ছেলে নোহাত মাহমুদ পবন(২০), গোবর রাখার জন্য কোদাল দিয়ে মাটি গর্ত করা অবস্থায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাখা পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড দেখতে পায়। খবর পেয়ে সোনাতলা থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান সঙ্গীয় অফিসার ও র্ফোসসহ ঘটনাস্থান পরিদর্শন করেন। পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেডটি পুলিশি পাহারায় রাখে। পরবর্তীতে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। ডিএমপি কাউন্টার টেরোরিজম ইউনিট এর
বোম ডিসপোজাল ইউনিটের টিম লিডার ইন্সেপেক্টর শফিউদ্দিন শেখসহ ৫ সদস্য টিম বিকাল ৩টা খটনাস্থলে পৌছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে রাত ৯টায় ডিএমপি কাউন্টার টেরোরিজম ইউনিট এর ডিসপোজাল ইউনিটের টিম বিস্ফোরণের মাধ্যমে বোমাটি ধ্বংস করে।
এঘটনায় থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান বলেন, সকালে জানতে পারি পৌর এলাকার নিত্যনন্দনপুর গ্রামে বীরমুক্তিযোদ্ধা রাজুর বাড়ির পিছনে বাঁশঝাড়ে পরিত্যক্ত আরজেস হ্যান গ্রেনেড পাওয়া যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি।
ডিএমপি কাউন্টার টেরোরিজম ইউনিট এর বোম ডিসপোজাল ইউনিটের টিমকে খবর দেই। রাত ৯টায় তারা আরজেস হ্যান গ্রেনেডটি বিস্ফোরণের মাধ্যমে নিস্ক্রিয় করা হয়। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Leave a Reply