
গোলাম রব্বানী শিপনঃ গ্রামীণ ব্যাংক বড়তারা ক্ষেতলাল শাখা, কালাই এরিয়া বগুড়া যোন এর উদ্যোগে সদস্যদের মাঝে ৩’শ বনজ ও ফলজ গাছ বিতরন করা হয়েছে। শনিবার বিকাল ৩টায় ক্ষেতলাল কার্যালয় শাখা ব্যবস্থাপক শেখ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যোনাল ম্যানেজার মোঃ ফয়জল হক।
সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের বৃক্ষ রোপনের প্রতিপাদ্য বিষয় হলো ”গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি ” এই স্লোগানের সাথে একমত পোষণ করে প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথি বলেন, বড়তারা ক্ষেতলাল শাখার প্রত্যেক সদস্য আগামী তিন মাসের মধ্যে কমপক্ষে ১০ টি করে চারা গাছ রোপন করবেন এবং তার সঠিক পরিচর্যা করবেন। ব্যাংকের ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলে উক্ত কর্মসূচি আন্তরিকতার সাথে বাস্তবায়নের জন্য শাখায় কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও সকল সদস্য সবাইকে আন্তরিকতার সহিত দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছেন। সভাপতির বক্তব্যে বড়তারা, ক্ষেতলাল শাখার ব্যবস্থাপক শেখ আল মামুন বলেন, ব্যাংকের মাঠ পর্যায়ে শৃঙ্খলা রক্ষা ও কর্মসূচি বাস্তবায়নে কেন্দ্র প্রধানগণ আন্তরিকতার সাথে গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য অন্যান্য সদস্যদের মাঝে তুলে ধরতে পারলে এলাকার দরিদ্র জনগনের আর্থ সামাজিক উন্নয়ন করা সহজ হবে। এ ক্ষেত্রে সকল কেন্দ্র প্রধানদের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অডিট অফিসার মোঃ রকিবুল ইসলাম, এরিয়া ম্যানেজার মোঃ আল আমিন, এসময় আরও উপস্থিত ছিলেন, অত্র শাখার সেকেন্ড ম্যানেজার মোঃ সেলিম মল্লিক, অফিসার মনোজ কুমার হালদার, মোছাঃ শামিমা আক্তার, জাকিরুল ইসলাম, শাহ আলম, জিকরুল ইসলাম, আমিনুল ইসলাম প্রমূখ।
Related
Leave a Reply