আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বগুড়ার সোনাতলায় উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে র্যালি, পোনামাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা চত্তর থেকে র্যালিটি বের হয়ে উপজেলা ক্যাম্পাসে একটি পুকুরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মিনহাদুজ্জান লীটন উপস্থিত থেকে পোনামাছ অবমুক্ত করেন।
পরে উপজেলা বঙ্গবন্ধু মিলেনিয়াম হলে উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মিনহাদুজ্জান লীটন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, সফল মৎস্য চাষী প্রভাষক আব্দুল আজিজ প্রমূখ।
উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রোখছানা আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আকতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মঈনুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল ইসলাম,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সেতারা জাহান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা সমবায় কর্মকর্তা হাওয়া বেগমসহ বিভিন্ন এলাকা থেকে আসা মৎস্য চাষীরা।
উল্লেখ্য ২৪ জুলাই থেকে আগামী ৩০ জুলাই পর্যন্ত মৎস্য সপ্তাহ কার্যক্রম চলবে।
Leave a Reply