1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাতলার বালুয়া ইউনিয়নের ভিডাব্লিউবি কর্মসূচীর চাল বিতরণ বগুড়া-১ আসনে নতুন তালিকায় খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা ১২৫টি সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা সোনাতলায় তুচ্ছ ঘটনায় হোটেল মালিক অতুলের কান কর্তন

সারিয়াকান্দিতে আ’লীগ নেতা মহিরের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

  • বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১৬৭

পলাশ মন্ডল, সারিয়াকান্দি (বগুড়া)ঃ বগুড়ার সারিয়াকান্দিতে ভেলাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ছাইহাটা কে এম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মহির উদ্দিন মহিরকে হত্যার উদ্দেশ্যে হামলা করে আহত করার প্রতিবাদে আসামীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৭ জুলাই)সকালে ভেলাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ ও এলাকাবাসীর যৌথ আয়োজনে ছাইহাটা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ভেলাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল করিম পুটু, সাবেক ইউপি সদস্য হবিবর রহমান, মমিনুর রহমান, অন্তরা বিন্তে আনজু, ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান, আতিকুর রহমান, শাহিন, জিহাদ প্রমুখ।
বক্তারা বলেন,শরিফুল ইসলাম শিপন একজন ভূমি দস্যু। সে মহির উদ্দিনের আসার খবর পেয়ে দলবল নিয়ে ভেলাবাড়ী তিন মাথা মোড়ে লুকিয়ে থাকে। মহির উদ্দিন তিন মাথা মোড়ে আসলে তার মোটরসাইকেল পথরোধ করে দেশীয় অস্ত্র রামদা, চাইনিজ কুড়াল, বার্মিজ চাকু ও এস এস পাইপ দিয়ে এলোপাতাড়ি ভাবে মাথায়, হাত পায়ে কুপিয়ে আহত করে মৃত নিশ্চিত করে পালিয়ে যায়। এ ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান বক্তারা। তারা আরও জানান, ঘটনার ৮ দিন পেড়িয়ে গেল, একজন আসামী ব্যতীত মামলার প্রধান আসামী চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন সহ অন্যান্য আসামীদের গ্রেফতার করছেনা পুলিশ। আমরা ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন সহ সকল আসামীদের গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দাঁড় ও দ্রুত শাস্তির দাবি করছি। আগামী ৭ দিনের মধ্যে আসামীদের গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারী দেন বক্তারা।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, একজন আসামী গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আদালতের মাধ্যমে শাস্তি প্রদানের জন্য থানা পুলিশ সর্বদা নজরদারি চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, মামলা সুত্রে জানা যায়, গত ১৯ জুলাই অনুমান রাত সাড়ে ৭টার দিকে মহির উদ্দিন বগুড়া থেকে বাড়িতে আসার পথে ভেলাবাড়ী তিন মাথার মোড়ে পৌঁছালে তার উপর হামলা চালানো হয়। হামলার পর মহিরকে মৃত নিশ্চিত করে আসামীরা পালিয়ে যায়। পরে মহির উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান আহত ব্যক্তির স্বজনরা। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় ২১ জুলাই মহির উদ্দিনের স্ত্রী জহুরা বেগম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আমামী করে থানায় একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট