সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে একই পরিবারে বাবা-মা ও ছেলে সহ ৬ জন আহত। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের পাকুল্লা সরকারপাড়া এলাকার আব্দুর রশিদ সরকারের সাথে একই বাড়ির মৃত দশু সরকারের ছেলে সাজেদুল ইসলাম ও মৃত ছাত্তার সরকারের ছেলে আমিনুর সরকার (আমবু) দের জমি-জমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এরই এক পর্যায়ে গত সোমবার জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে মারপিটে রুপ নেয়। এতে করে একই পরিবারের ৬ জন আহত হয়। আহতরা হচ্ছে, আব্দুর রশিদ সরকার (৬৫), স্ত্রী জোলেখা বেগম (৫৫), পুত্র আনসার সদস্য আলমগীর হোসেন (৩৫), পুত্রবধু হালিমা বেগম (২২), আপেল মিয়া (২২), জাহাঙ্গীর আলম (৩২)। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদেরকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করেন। আহতদের মধ্যে আব্দুর রশিদ, জোলেখা বেগম ও হালিমা বেগমের অবস্থা আশংকাজনক। এদিকে প্রতিপক্ষের মারপিটে আনসার সদস্য আলমগীর পঙ্গুত্ব হওয়ার আশংকা করা হচ্ছে।
Leave a Reply