কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে ট্রেনে কেটে মোঃ দুলাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল সোমবার সকাল ৯ টা ৫০ মিনিটে কাহালু রেল স্টেশন মাস্টারের অফিসের সামনে দুই নম্বর লাইনে এই দুর্ঘটনা ঘটে। ।
পুলিশ সুত্রে জানা গেছে কাহালু স্টেশনে পদ্মরাগ ট্রেনকে লাইন কিয়ার দেওয়ার জন্য কলেজ ট্রেন দুই নম্বর লাইনে আসার সময় দুলাল ট্রেনের ধাক্কা খেয়ে পড়ে যান। এসময় তার বা-পায়ের গোড়ানি রেলের চাকায় কেটে একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪ টার দিকে তিনি মারা যান। দুলাল উপজেলার মহেষপুর গ্রামের মোঃ হাবিবুরের পুত্র।
কাহালু থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান এই দুর্ঘটনা ও দুলালের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
Leave a Reply