প্রেস রিলিজঃ বগুড়ার সোনাতলা উপজেলায় ঔষধি বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন, সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট- কুরশিয়া আক্তার, সোনাতলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন, প্রাণীসম্পদ অফিসার নুসরাত জাহান, নির্বাচন অফিসার আশরাফ হোসেন। এছাড়াও বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও পরিষদের সভাপতি মোঃ ফয়সাল বিন কাইয়ুম সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিষদের সভাপতি বলেন, শিক্ষার্থীদের ঔষধি বৃক্ষবিষয়ক সচেতনতা বৃদ্ধি ও প্রকৃতিতে ঔষধি বৃক্ষের সংখ্যা বাড়াতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাসব্যাপী বৃক্ষরোপন অভিযান চলবে।
Leave a Reply