আব্দুর রাজ্জাক, সোনাতলা অফিসঃ বগুড়ার সোনাতলায় ভোররাতে ছেলে বউয়ের হাত পা বাঁধাঃ শয়ন ঘরে জাহেরা বেগম নামে ৮৫ বছরের বৃদ্ধাকে রহস্যজনকভাবে গলা কেটে হত্যা , ছেলে ও ছেলের বউকে জিজ্ঞাসা বাদে থানায়। ঘটনাটি ঘটেছে ২৬ আগষ্ট শনিবার ভোররাতে উপজেলার মধুপুর ইউনিয়নের গারামার গ্রামে। এঘটনায় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল শেষে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেন। ঘটনা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে ছেলে হেলাল উদ্দিন শেখ তার স্ত্রী সখিনা বেগম ও ৭ বছরের কন্যা সন্তান তার মায়ের দেখা শুনা করার জন্য বাড়িতে রেখে রাত সাড়ে ৯টায় শাহফতেআলী বাসে টাঙ্গাইল মেয়ের বাসায় যায়। ভোর রাতে হেলালের স্ত্রী সখিনা বেগম শয়ন ঘরে চিল্লাচিল্লি করে। চিল্লাচিল্লি শুনে পাশের ঘরে থাকা চাচা শ্বশুর এগিয়ে এসে ঘরের দরজা ভেঙ্গে হাত পা বাঁধা অবস্থায় ভাতিতা বউ সখিনাকে দেখতে পায়। তাকে জিজ্ঞাসা বাদে জানতে পারে ৮/১০ জনের অচেনা ব্যাক্তি বেঁধে রেখে তার বৃদ্ধ বড় ভাইবউকে গলা কেটে হত্যা করে। পরবর্তীতে এলাকাবাসী পুলিশকে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
এঘটনায় গ্রামবাসী মৃত কাশেম শেখের স্ত্রী ৮৫ বছর বয়সের জাহেরাকে রহস্য জনক হত্যা বলে ধারনা করছেন।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান বলেন খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যাই, লাশটি প্রাথমিক সুরাতহাল শেষে মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জিজ্ঞাসাবাদে ছেলে হেলাল উদ্দিন ও তার স্ত্রী সখিনাকে থানায় নেয়া হয়েছে।
এ ঘটনায় বগুড়া পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের টিম ও সার্কেল এসপি তানভীর হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভিডিও সংবাদ দেখুন
Leave a Reply