1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনাতলায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত গাবতলীর মহিষাবানে ফুটবল খেলায় ফতেহ আলী বাজার মৎস্য সমিতিকে হারিয়ে কলোনী বাজার বিজয়ী বগুড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্টে সাবেক এমপি লালু সোনাতলার বালুয়া ইউনিয়নের ভিডাব্লিউবি কর্মসূচীর চাল বিতরণ বগুড়া-১ আসনে নতুন তালিকায় খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা ১২৫টি সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত

সোনাতলায় নিজ জমি ফিরে পেতে বিভিন্ন মহলে ধরনা দিয়েও ব্যর্থ দিনমজুর কাঠু বেপারী

  • সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৬

আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় রেজিষ্টিকৃত ও এগ্রিমেন্ট নেওয়া জমি ফেরৎ পেতে বিভিন্ন জায়গা ধরনা ধরে ব্যর্থ হয়েছেন দিনমজুর কাঠু বেপারী। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের নামাজ খালী গ্রামে।
কাঠু বেপারী সরকারি আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে বসবাস করেন। বয়সের ভারে তেমন কিছু করতে পারে না। অন্যের জমিতে দিন মজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। ১৯৯৯ সালে একটি জমি ক্রয় করে এবং কিছু জমি এগ্রিমেন্ট নেয়। সেই থেকে জোরপূর্বক জবর দখল করে আসছে একটি মহল। থানা পুলিশের সহযোগিতায় চেয়েও লাভ হয়নি দিন মজুর কাঠু বেপারীর।
গত দুমাস আগে আবারও নামাজখালী গ্রামের মৃত হাসু বেপারীর ছেলে কাঠু বেপারী বাদী হয়ে ৬ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন নামাজখালী গ্রামের মোকলেছুর রহমানের ছেলে শামিম সরকার, মামুন সরকার, মোন্তেজার রহমান সরকারের ছেলে মাহবুবুর রহমান, আলতা হোসেন , আলতা সরকারের স্ত্রী রওশন আরা বেগম রফি সরকারের ছেলে রাজু মিয়া ও দুলু সরকারের ছেলে মতিন সরকার।
অভিযোগে কাঠু বেপারী উল্লেখ করেন, বিগত ১৯৯৯ সালে ০৮ শতাংশ জমি ২৭৬৫ নং রেজিষ্ট্রি কবলা দলিল করিয়া দেয় ৩০ মে ২০০২ইং তারিখে। এবং রফি সরকারের ছেলে রাজু মিয়া ৪ অক্টোবর ২০২২ সালে নিম্ন বর্ণিত তফসিল সম্পত্তির ক্রয়কৃত সম্পত্তি সংলগ্ন আরও ১২ শতক সম্পত্তি কাঠু বেপারীকে এগ্রিমেন্ট দেয়। বর্তমানে উক্ত সম্পত্তি প্রতিপক্ষরা গণ জবরদখল করে কাঠু বেপারীকে জমি হতে বিতারিত করে দেয়। কাঠু বেপারী সহজ সরল অসহায় ব্যাক্তি টাকা হাতিয়ে নিয়ে জমি রেজিষ্ট্রি করে দিয়ে এবং জমি এগ্রিমেন্ট রেখে দিয়ে তার টাকা আত্মসাৎ করার পাঁয়তারা সহ জবর দখলের চেষ্টা চলছে।
তার মতো অসহায় ব্যাক্তির উপর এধরনের কর্মকান্ডের শাস্তির দাবিসহ রেজিষ্টিকৃত জমি ও এগ্রিমেন্টের জমি ফেরৎ পেতে আইনগত সহায়তা চান কাঠু বেপারী।
এঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন থানার এএসআই আব্দুল কাদের তিনি বলেন যেহেতু জমির ঘটনা সেক্ষেত্রে তাদেরকে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট