সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা থানা পুলিশ বালুয়া ইউনিয়নের বালুয়াহাটে জুয়ার আসরে অভিযান চালিয়ে মো.শাপলা মিয়া(৪০) নামের এক জুয়ারুকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শাপলা মিয়া বামুনিয়া গ্রামের মৃত মন্টু মন্ডলের ছেলে। এ সময় পুলিশের উপস্থিতি দেখে জুয়া আসরের নেতৃত্বদানকারী ছোটবালুয়ার(কারিগরপাড়া) মামুন ও তার সহযোগিরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ পর্যন্ত মামুন কয়েকবার জুয়ার আসর থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ছাড়াও পুলিশ বালুয়ার দক্ষিণ আটকড়িয়া গ্রাম থেকে মো.ছমছেল বেপারীর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মজনু মিয়াকে এক’শ গ্রাম গাঁজাসহ এবং তেকানী চুকাইনগর থেকে আমিরুল ইসলামের ছেলে মারপিট মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ওবাদুল ইসলামকে গ্রেফতার করে।
জানা রায়, গত ৩ সেপ্টেম্বর সোনাতলা থানা অফিসার ইনচার্জ সৈকত হাসানের নেতৃত্বে এসআই ইমরান হাসান,আব্দুল খালেক ও জুলহাস হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ওই আসামীদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের ৪ সেপ্টেম্বর জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে বালুয়াবাসী জানান, মামুনের নেতৃত্বে বালুয়া ইউনিয়নে ১০/১২টি স্থানে জুয়ার আসর বসে। কৌশল হিসেবে সে প্রতিদিন স্থান পরিবর্তন করে জুয়ার আসর চালান। এলাকাবাসীর বিশ্বাস যে, মামুনকে আইনের আওতায় নিলেই বালুয়ায় জুয়া বন্ধ হবে। তাহলে অনেক পরিবার সহায়সম্বল হারানোর হাত থেকে রক্ষা পাবেন।
Leave a Reply