পলাশ মন্ডল, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে যমুনা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের আয়োজনে জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে যমুনার নদীগর্ভে ঘরবাড়ি বিলীন হয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ২৪১ জন পরিবারের সদস্যদের মাঝে এই আর্থিক সহায়তা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় আবু সাঈদ মোঃ কাওছার রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানব আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত সাইফুল ইসলাম, কামালপুর ইউপি চেয়ারম্যান রাশেদুজ্জামান,স্থানীয় জনপ্রতিনিধিসহ সাংবাদিকবৃন্দ।
Leave a Reply