সোনাতলা (বগুড়া) সংবাদদাতা: ‘নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এ প্রতিপাদ্যে বগুড়ার সোনাতলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান,বর্ণাঢ্য র্যালি,উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরন,মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শন ও সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদান করা হয়। রোববার (২৩ জুলাই) বেলা ১২টায় শুরু করা হয় অনুষ্ঠান। বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নানের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি শেষে অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ পপি খাতুনের সভাপতিত্বে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি বলেছেন,বর্তমান প্রধানমন্ত্রী শুধু একটি সেক্টরে কাজ করছেন না। শিক্ষা ও কৃষি সেক্টরসহ নানা সেক্টরে কাজ করে যাচ্ছেন। তিনি একজন যোগ্য ও দক্ষ নেত্রী। তাই তিনি যোগ্যতার সাথে দেশ পরিচালনা করছেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহমেদ,মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান,মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রোকসানা ও মৎস্য চাষী সামিউর আলিম মানিক। পরে ৩ জন সফল মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়।
Leave a Reply