আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ “সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার”-এই স্লোগান নিয়ে সারা দেশের ন্যায় প্রথমবারের মতো বগুড়ার সোনাতলায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ সেপ্টেম্বর রবিবার বঙ্গবন্ধু চত্তরে জাতীয় ও স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
তিন দিনব্যাপী উন্নয়ন মেলাটি ঘুরে ঘুরে প্রত্যেকটি স্টল পরিদর্শন করেন এবং মেলাটি উদ্বোধন করেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান ।
পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মিনহাদুজ্জান লীটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এমপি সাহাদারা মান্নান । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবীন আনোয়ার কমরেড, পাকুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লতিফুল বারী টিম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ময়নুল হক সঞ্চালনায় বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ,সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উন্নয়ন মেলা উপলক্ষে উপজেলার বিভিন্ন সরকারি-বে-সরকারি দপ্তর, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সেবা সংক্রান্ত ২৫টি স্টল রয়েছে। এসব স্টলে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ দর্শকদের দেখানো হচ্ছে। মেলার বিভিন্ন স্টলগুলো শিক্ষার্থী ও নানা পেশাজীবীর মানুষ ঘুরে দেখেন।
Leave a Reply