সোনাতলা অফিসঃ বগুড়ার সোনাতলায় কলহের জেড়ে প্রতিবেশি কর্তৃক প্রতিবেশির পথ বন্ধের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের দক্ষিণ আটকড়িয়া গ্রামে। এ ঘটনায় এ বি এম গোলাম কিবরিয়া ৬২ জন গ্রামবাসীর স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দায়ের করেন।
অভিযোগ সূত্রে সরেজমিনে গিয়ে জানা যায়, ঐ গ্রামে শতবর্ষী পায়ে চলাচলের রাস্তায় প্রায় ৫০ থেকে ৬০ পরিবারের সদস্য এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা যাতায়াত করে। দুইটি পরিবারের কলহের জেড়ে পুরো গ্রামবাসীর যাতায়াতের বিঘ্নতা সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পরেছে প্রায় ৬০ পরিবারের সদস্যরা।
এ বিষয়ে প্রায় দুই বছর পূর্বে ইউপি চেয়ারম্যান ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিসহ একটি গ্রাম্য শালিশ বৈঠকে সমাধান না পাওয়ায় শালিশ স্থগিত থাকে। অমিমাংশিত শালিশ উপেক্ষা করে পরবর্তীতে প্রতিপক্ষ প্রথমে বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করে। উক্ত রাস্তা এক সাপ্তাহ পূর্বে ইটের প্রাচীর তুলে স্থায়ীভাবে বন্ধ করেছে।
এ বিষয়ে প্রতিপক্ষের সোহেল বলেন, এটা পরিবারিক দ্বন্দের কারনেই প্রায় দুই বছর আগে শালিশি বৈঠকের বিচারকরা রাস্তা বন্ধ করার নির্দেশ দেয়। আমরা প্রথমে বাঁশের খুঁটি দিয়ে রাস্তা বন্ধ করি। পরবর্তীতে কিছু দুষ্কৃতিকারীরা ঐ বাঁশের চ্যাকারসহ বিভিন্ন চারাগাছ উপড়ে ফেলে দিলে আমরা ইটের প্রাচীর তুলে দেই।
বালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ মন্ডল বলেন, ইতিপূর্বে একাধিকবার ঐ ব্যাপারে শালিশ দরবার হয়েছে কিন্তু অভিযোগকারীরা কোন সম্মিলিত সমাধান মানতে রাজি হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আফসার সায়মা’র নিকট জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে তহশিদারকে পাঠিয়েছি এবং বন্ধ রাস্তা খুলে দিতে বলা হয়েছে।
Leave a Reply