1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সোনাতলার বালুয়া ইউনিয়নের ভিডাব্লিউবি কর্মসূচীর চাল বিতরণ বগুড়া-১ আসনে নতুন তালিকায় খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা ১২৫টি সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা সোনাতলায় তুচ্ছ ঘটনায় হোটেল মালিক অতুলের কান কর্তন

কাহালুতে অসময়ে মাটি ভরাট প্রকল্প

  • সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৫

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ চলতি অর্থ বছরে প্রথম দফায় বগুড়া-৪ আসনের এমপি এ, কে, এম রেজাউল করিম তানসেন এঁর পাওয়া বরাদ্দ থেকে তার নির্বাচনী এলাকা কাহালু উপজেলায় মোট ৬০ টি প্রকল্প দিয়েছেন। এই ৬০ টি প্রকল্পের অধিকাংশ প্রকল্পে বিভিন্ন কাজের সাথে মাটি ভরাট কাজের কথা উল্লেখ করা হয়েছে। অসময়ে মাটি ভরাট প্রকল্প দেওয়ায় মাটি পাওয়া নিয়ে অনেকটা অশ্চিয়তা রয়েছে।
উপজেলা ত্রান অফিস সুত্রে জানা গেছে গ্রামীণ অবকাঠামো সংস্কারের জন্য কাবিখা খাদ্যশষ্য চাল-গম ও কাবিখা নগদ অর্থ দিয়ে এই ৬০ টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এই ৬০ টি প্রকল্পের মধ্যে ১১ টি প্রকল্পের বিপরীতে ৪৯ মেঃটন গম, ১২ টি প্রকল্পের বিপরীতে ৪৭ মেঃটন চাল ও ৩৭ টি প্রকল্পের বিপরীতে ৫৭ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ৬০ টি প্রকল্পের মধ্যে প্রায় সবগুলো প্রকল্পেরই বরাদ্দের অর্ধেক চাল-গম ও নগদ অর্থের ডিও ইতিমধ্যে প্রকল্পের সভাপতিদের কাছে দেওয়া হয়েছে।
এদিকে প্রকল্প সভাপতি বরাদ্দের অর্ধেক চাল-গম ও নগদ অর্থের ডিও ইতিমধ্যে পাওয়ার পরেও অধিকাংশ প্রকল্পের কাজ এখনো তারা শুরুই করেননি। কয়েকজন জানিয়েছেন তারা ডিও পাওয়ার পরেই প্রকল্পের কাজ শুরু করেছেন। আর যারা প্রকল্পের কাজ শুরু করেনি তাদের মধ্যে কয়েকজন জানিয়েছেন আবহাওয়া ভালো হলেই তারা কাজ শুরু করবেন।
তথ্যমতে ৬০ টি প্রকল্পের মধ্যে প্রায় ৪৬ টি প্রকল্পে ইট সলিং, গাউড ওয়াল নির্মাণ ও ড্রেন নির্মাণের সাথে মাটি ভরাটের কথা উল্লেখ করা হয়েছে। মাটি ভরাট প্রকল্প দেওয়া হলেও এসময় মাটি পাওয়ার সম্ভাবনা খুবই কম। এখন সব জমিতেই আমন ধান গাছ ও অন্যান্য ফসল রয়েছে। রাস্তার ধারে নয়নজুলিসহ মাটির সম্ভাব্য জায়গাগুলোতে রয়েছে পানি। অনেকের মতে বিশেষ করে আমন ধান কাটার পর এই মাটি ভরাট প্রকল্প দেওয়া সবচেয়ে উত্তম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার জানান, বর্তমানে বৈরী আবহাওয়া। প্রকল্প সভাপতিরা জানিয়েছেন ৮/১০ দিনের মধ্যেই তারা কাজ শুরু করবেন। প্রকল্প নিয়ে সরকারের ভাবমূর্তি যাতে কেউ নষ্ট করতে না পারে, সেইদিকে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে। প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়নে আমরা মাঠে থাকবো সবসময়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট