সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিরঃ নিরাপদ মাছে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, প্রামান্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও পোনা অবমুক্ত করা হয়। রোববার সকালে উপজেলা বিভিন্ন সড়কে বর্ণাঢ্য র্যালীর শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি রেজাউল করিম মন্ডল। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ। আলোচনা শেষে পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
Leave a Reply