পলাশ মন্ডল, সারিয়াকান্দি প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় বিনামূল্যে ছাগল ভেড়ার টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর শনিবার সকালে পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাগবেড় এলাকায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: শাহ আলম এর সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র মতিউর রহমান মতি। এতে উপস্থিত ছিলেন,উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: মোহাম্মদ আব্দুল্লাহ, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা(সম্প্রসারণ) ডা: ফরিদুল ইসলাম,উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা(স্বাস্থ্য) আনিছার রহমান, এ আই টেকনিশিয়ান রেজাউল করিম, সাইদুল ইসলাম, ভলিন্টিয়ার ভ্যাক্সিনেটর রবিউল ইসলাম সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। পৌরসভার সকল ওয়ার্ডে পর্যায়ক্রমে এ ভ্যাক্সিন প্রদান করা হবে।
Leave a Reply