কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার মুরইল, বিষ্ণপুর, দপ্তরীপাড়া, মোন্নাপাড়ার প্রায় ৩০০ বাড়ির গেটে ও দেয়ালে চাঁদা দাবীর চিঠি সাঁটিয়েছে দুর্বৃত্তরা। ৬ তারিখের মধ্যে দাবীকৃত টাকা না দিলে ছেলে-মেয়ে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
সাধারণ মানুষকে আতঙ্কিত করতেই গত শনিবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ওই চাঁদা দাবীর চিঠিগুলো বিভিন্ন বাড়ির ওয়ালে ও দরজায় আটা দিয়ে লাগিয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। বিভিন্ন বাড়িতে লাগানো ওই চিঠিগুলো দেখার পর অনেকে অতঙ্কে রয়েছেন। একেক বাড়িতে একেক চিঠিতে টাকার পরিমান উল্লেখ রয়েছে ২০০ টাকা থেকে ৫০০০ হাজার টাকা পর্যন্ত।
চিঠিতে যা লেখা রয়েছে তা হলো আসসালামু আলাইকুম, ৩০০০ টাকা ৬ তারিখের মধ্যে দিতে হবে। না হইলে ৭ তারিখ থেকে আপনাদের ছেলে-মেয়ে হারায় গেলেআমার কোন কিছু করার থাকবেনা। আমিবা আমি কে সেটা না খুঁজে, আমি যা বলছি সেটা করার চেষ্টা করেন তাহলে কিচ্ছু হবেনা। যদি ছেলে-মেয়ের মঙ্গল চান সোনা পুকুর, সোনা লাইটের সাথে যে বক্স থাকবে নিজের টাকার সাথে নিজের নাম লিখে ওই বাক্সে ফেলান আর নিজের বাচ্চাকে সুরক্ষিত করুন ধন্যবাদ।
বিঃদ্রঃ অঅমার এই কাগজ আপনি পড়েছেন, তাহলে মনে করেন তাহলে আপনার ছেলে-মেয়কে তুলেও আনতে পারবো। দয়া করে টাকাটা দিয়ে, আমরা ছেলে গুলা ভালো না। ভালো থাকবেন ৬ তারিখ পযৃন্ত, আল্লাহ হাফিজ, “ংযধফড়”ি।
এই বিষয়টি পুলিশ জানবার পর গতকাল রোববার ওই এলাকা পরির্শন করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আঃ রশিদ (অপরাধ বিভাগ), সহকারি পুলিশ সুপার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (নন্দীগ্রাম সার্কেল) নাজরান রউফ। কাহালু থানার ওসি মোঃ মাহমুদ হাসান জানান, আমরা এখনো ঘটনটাস্থলে আছি বিষয়টি খতিয়ে দেখার জন্য।
Leave a Reply