সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি থানায় উদ্ধারকৃত অজ্ঞাত যুবকের লাশের পরিচয় পাওয়া গেছে। সে বগুড়া গাবতলি উপজেলার নসিপুর গ্রামের আতাউর প্রাং এর ছেলে জিহাদ মিয়া (১৭)। এ বিষয়ে নিহত জিহাদের পিতা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। থানা সূত্রে জানা গেছে, জিহাদ একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালক। গত বুধবার সকাল ৮ টার দিকে সে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর গত বৃহস্পতিবার বিকালে উপজেলার পৌর এলাকার কালিতলা গ্রোয়েন বাঁধের দক্ষিণ পাশে বাগবেড় নামক গ্রাম থেকে তার ছুরিকাঘাত লাশ উদ্ধার করেছে সারিয়াকান্দি থানার পুলিশ। বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর পেয়ে জিহাদের পরিবার সারিয়াকান্দি থানায় এসে তার লাশ শনাক্ত করে। এরপর বৃহস্পতিবার রাতেই জিহাদের বাবা আতাউর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি)রাজেশ কুমার চক্রবর্তী বলেন, ভিক্টিম সবুজের লাশ ময়না তদন্তের জন্য বগুড়া জেলার মর্গে প্রেরণ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামিদের সনাক্ত করতে আমাদের তদন্ত চলমান রয়েছে।
Leave a Reply