আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৃষ্টির পানি বিলে বৃদ্ধি হওয়ায় জমির আইল কেটে মাছ মারাকে কেন্দ্র করে মারপিটে উভয় পক্ষের ১০জন আহত হয়েছে। আহতরা সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন, হাবিবের বাইগুনী গ্রামের সোনামিয়া আকন্দের ছেলে আবু রায়হান আকন্দ, আবু রায়হান আকন্দের ছেলে রাকিব হাসান, (১৬), মৃত আব্দুল গণি আকন্দের ছেলে সোনামিয়া আকন্দ (৭০), মতিয়ার রহমানের ছেলে সোহান মিয়া (২৫), মজনু মিয়ার ছেলে দুখু মিয়া (১৬) ও সুখু মিয়া (১২), আবু রায়হান আকন্দের স্ত্রী রেজিনা বেগম (৩০) ও আঃ গণির ছেলে মতিয়ার আকন্দ (৪৫) । অপর পক্ষের আহত সুমন তালুকদার ও কামাল তালুকদার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় উভয়ের পক্ষে থানায় পাল্টা পাল্টি ইজাহার দায়ের করেছেন।
ঘটনাটি ঘটেছে ৬ অক্টোবর শুক্রবার সকালে গোবিন্দগঞ্জে উপজেলার শালমারা ইউনিয়নে হাবিবের বাইগুনী গ্রামে। এ ঘটনায় হাবিবের বাইগুনী গ্রামের আলাউদ্দিন @ সোনা মিয়া আকন্দের ছেলে মজনু আকন্দ বাদী হয়ে ৯জনকে অভিযুক্ত করে থানায় ইজাহার দায়ের করেন। ইজাহার ও এলাকাবাসী সূত্রে জানা যায় মোমিন ও মজনু আকন্দের মধ্যে কয়েক দিন পুর্ব থেকে বিল থেকে মাছ মারাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এরই এক পর্যায়ে ৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকার পাশ্ববর্তী গোপাই বাড়ি বিলে পেলিজাল দিয়া মাছ ধরাকে কেন্দ্র করে মজনুর চাচাতো ভাই সোহানের সাথে তর্ক-বিতর্ক, কথার কাটাকাটি, বাক-বিতণ্ডা হয়। ওই ঘটনার জেরে ৬ অক্টোবর শুক্রবার সকালে মজনুর সহোদর ছোট ভাই আবু রায়হান (৩৫) দোকানের মালামাল ক্রয়ের জন্য বাড়ি থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে বগুড়া যাওয়ার সময় পথিমধ্যে হাবিবের বাইগুনী গ্রামে আমিরুল তালুকদারের বাড়ির সামনে পৌছামাত্র পরিকল্পিতভাবে, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ রা লাঠি, সোডা নিয়ে দলবদ্ধে হয়ে পথরোধ করে এলোপাথারীভাবে মারপিট করতে থাকে । এতে করে তার শরীরের বিভিন্ন স্থানে ছেলা ফোলা, বেদনাদায়ক জখম হয়। রায়হানের কাছে থাকা লুঙ্গির গোঁজে ব্যবসার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নেয়। তার আর্ত-চিৎকারে সোনা মিয়াসহ তার লোকজন এগিয়ে গেলে তাদেরকেও মারপিট করে। পরে আত্মীয় স্বজনরা উদ্ধার করে তাদেরকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
অপরদিকে প্রতিপক্ষের একই এলাকার মৃত মকবুল হোসেন তালুকদারের ছেলে মামুন আল-রশিদ বাদী হয়ে ৬ জন অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেন।
ইজাহার সূত্রে জানা যায়, মোমিন ও মজনু আকন্দের মধ্যে কয়েক দিন পুর্ব থেকে বিল থেকে মাছ মারাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এরই এক পর্যায়ে ৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকার পাশ্ববর্তী গোপাই বাড়ি বিলে পেলিজাল দিয়া মাছ ধরাকে কেন্দ্র করে মজনুর লোকজনের সাথে তর্ক-বিতর্ক, কথা কাটাকাটির একপর্যায়ে মারপিটের ঘটনায় কামাল ও সুমন তালুকদার আহত হয়। আহত সুমন ও কামাল তালুকদার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
গোবিন্দগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উভয়ের ইজাহারের বিষয় নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply