সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে এক পথচারীকে সন্ত্রাসীরা জীবন নাশের হুমকি দিয়েছে। গত ২২ জুলাই বিকেলে সারিয়াকান্দি বাজারের এক বৃদ্ধ সবজী বিক্রেতার সাথে অশালীন আচরণের প্রতিবাদ করায় রকিবুল ইসলাম সেলিম (৩৫) কে চিহ্নিত সন্ত্রাসীরা এই জীবন নাশের হুমকি দিয়েছে। এ ব্যাপারে রবিববার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই দিন এক বৃদ্ধ সবজী বিক্রেতা সারিয়াকান্দি বাজারের গলিতে বসে সবজী বিক্রি করছিলেন। এমন সময় পৌর এলাকার কুঠিবাড়ী গ্রামের রতন মিয়া (৩৬) ও রাব্বি মিয়া (২৫), বালুয়াহাটার সোহাগ মিয়া (৩০), পারতিতপরল গ্রামের শাহিন মিয়া (২৯) সহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জন ওই বৃদ্ধ সবজী বিক্রেতাকে বসা নিয়ে দূর্ব্যবহার করছিলেন।
এ ঘটনায় রকিবুল করিম সেলিম বৃদ্ধের সাথে দূর্ব্যবহারের কারন জানতে চান। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র উচিয়ে সেলিমকে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে। অন্যান্য দোকানী ও পথচারীদের সহযোগীতায় সেলিম রক্ষা পায়। রকিবুল করিম সেলিম সারিয়াকান্দির মরহুম বীর মুক্তিযোদ্ধা এবিএম রেজাউল করিম মতিনের ছেলে।
এ বিষয়ে থানার উপ-পরিদর্শক জানে আলম গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। তদন্ত করে সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply