কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার প্রত্যান্ত গ্রাম কালাই কুমারপাড়ায় নিজ অর্থে শারদীয় দূর্গোৎসবের বড় ধরনের আয়োজন করে দারণ চমক সৃষ্টি করেছেন অধ্যক্ষ অঞ্জন কুমার পাল। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মতে এই প্রথমবারের মত অত্র উপজেলায় একজন ব্যক্তি এককভাবে নিজের অর্থ দিয়ে এখানে দূর্গোৎসবের সবচেয়ে বড় আয়োজন করে সত্যিই অনেকটা চমক সৃষ্টি করেছেন।
উপজেলার ৩৩ টি পূজা মন্ডবে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হলেও অঞ্জন বাবুর একক প্রচেষ্টায় তাঁর মন্ডবে সবচেয়ে বড় পূজার আয়োজন করা হয়েছে। স্থানীয় লোকজনের মতে তিনি ব্যক্তিগতভাবে এই আয়োজন করলেও গ্রামে সম্মিলিতভাবে আরও তিনটি স্থানে দূগাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সম্মিলিতভাবে আয়োজনেও অঞ্জন বাবু প্রতি বছরের ন্যায় এবারও তিনি সেগুলোতে শরিক হয়েছেন।
অঞ্জনের বাবা হৃদয় চন্দ্র পাল জানান, আমার বড় ছেলে অঞ্জন কুমার পাল দুঁপচাচিয়া বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পদে কর্মরত রয়েছে। তার স্ত্রী হ্যাপী রানী সরকার দুপচাঁচিয়া জিকে কলেজের বাংলা বিভাগের প্রভাষক। ছোট চন্দন কুমার পাল একটি ময়দা মিলের ম্যানেজার। তিন মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়েছে। সংসারে সচ্ছলতা থাকায় মানুষের কল্যাণে আমার বড় ছেলে অঞ্জন খুবই আন্তরিক। তিনিই এবার প্রথম নিজ খরচে নিজ বাড়ির উঠানে দূর্গাপূজার এই আয়োজন করেছে। এই আয়োজনে অনুমানিক ৫ লাখ টাকা ব্যায় হবে।
গ্রামের অধিকাংশ লোকজন জানান, অঞ্জন বাবু ও তার পরিবারের সবাই খুবই ভালো মানুষ। গ্রামের লোকজনের সুখে-দুঃখে তারা সবসময় পাশে থাকেন। এবার তিনি এককভাবে এত বড় একটি আয়োজন করে গোটা উপজেলায় চমক সৃষ্টি করেছেন।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অঞ্জন কুমার প্রাং জানান, আমি অধিকাংশ পূজা মন্ডব পরিদর্শন করে দেখেছি অধ্যক্ষ অঞ্জনের আয়োজন উপজেলার মধ্যে সবচেয়ে বড় ও ব্যায়বহল।
Leave a Reply