কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল সোমবার শারদীয় দূর্গাপুজার নবমীর দিনে কাহালু উপজেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ। পরিদর্শনে গিয়ে কাইট মন্ডবে উপস্থিত ভক্তদের আয়োজনে তাৎক্ষণিকভাবে অনুষ্ঠিত আলোচনা সভায় আল হাসিবুল হাসান সুরুজ বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাস্টীয় ক্ষমতায় আছে বলেই দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষসহ সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছেন। বর্তমান সরকার সকল ধর্মের মানুষের অধিকার রক্ষায় সবসময় সচেষ্ট। আগামী নির্বাচন বানচালে দেশবিরোধীরা নানা ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকতে হবে। আলোচনা সভায় আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ বলেন আমি দুবার আওয়ামীলীগের মনোনয়নে জনগনের ভোটে পৌর মেয়র নির্বাচিত হয়েছিলাম। মেয়র থাকা অবস্থায় পৌর এলাকার প্রতিটি মহুল্লার রাস্তাঘাট, ড্রেন, বঙ্গবন্ধুর ম্যুরালসহ যাত্রী ছাউনী, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নসহ বড় বড় উন্নয়ন করেছি। প্রতিটি গ্রামের মানুষের বিপদে-আপদে পাশে থাকার জন্য আন্তরিকভাবে চেষ্টা করেছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে আমি দলীয় মনোয়ন প্রত্যাশী। আমি যদি দলীয় মনোনয়ন পাই আমার বিশ্বাস জনগনের ভালোবাসা নিয়ে জননেত্রী শেখ হাসিনাকে এই আসন আমরা উপহার দিতে পারবো। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনাকে যেন আমরা আবার প্রধানমন্ত্রী করতে পাড়ি এই প্রত্যাশা আপনার আমার সকলের। এছাড়াও আলোচনায় অংশ নেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি সুলতান আলী কবিরাজ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মানিক উদ্দিন কবিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক শাজাহান আলী, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আঃ কুদ্দুছ প্রমুখ।
Leave a Reply