কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ ঢাকায় বিএনপির সমাবেশে যাওয়ার জন্য বগুড়ার কাহালু থানা ও পৌর বিএনপির প্রস্তুতি সভায় যুবদল নেতার বক্তব্যের সময় মাইক্রোফোন কেড়ে নেওয়া, বাকবিতন্ডা ও বিএনপি অফিসে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। গত রোববার সন্ধ্যার পর থানা বিএনপি কার্যালয়ে প্রস্তুতি সভা চলাকালে এই ঘটনা ঘটে।
পুলিশ সুত্র ও বিএনপি নেতাদের তথ্যমতে জানায়, যুবদলের কমিটি সংক্রান্ত বিষয়ে সাবেক এমপি ও বিএনপি নেতা মোশারফ হোসেন বিরুদ্ধে বক্তব্য দেন পৌর যুবদলের আহবায়ক পারভেজ। এসময় তার কাছ থেকে পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিজ মাইক্রোফোন কেড়ে নিলে বাকবিতন্ডা ও হট্টগোল শুরু হয়। বিএনপি নেতারা পারভেজকে সেখান থেকে বের করে দিলে বিএনপি অফিসে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।
এব্যাপারে পারভেজের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইলে কোন সংযোগ পাওয়া যায়নি। কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ জানান, পারভেজ উল্টাপাল্টা বক্তব্য দেওয়ায় তাকে অফিস থেকে বের করে দেওয়া হয়।
কাহালু থানা বিএনপিরসভাপতি ফরিদুর রহমান ফরিদ জানান, তেমন কিছু হয়নি, বক্তব্য দেওয়া নিয়ে সামান্য কথা কাটাকাটি হয়েছে। কাহালু থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান জানান, যুবদলের কমিটির বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়েছে। ঘটনাস্থলে আমি যাওয়ার আগেই পরিস্থিতি শান্ত হয়েছে।
Leave a Reply