আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় পৌরসভার মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু’র নেতৃত্বে প্যানেল মেয়র ও সকল কাউন্সিলর পৌর এলাকার পূজা মন্দির পরিদর্শন করেন। পূজার আনন্দ সবার সাথে ভাগাভাগি করে পৌরসভার পক্ষ থেকে প্রতিটি পূজা মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
২২ অক্টোবর রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সোনাতলা পৌরসভা এলাকার মোট ৮ টি পূজা মন্দির পরিদর্শন ও ৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করেন তারা। এছাড়াও ৩ টি পুজা মন্দিরে ব্যক্তিগত ভাবে ১,৫০০ টাকা করে প্রদান করেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাবিনা ইয়াসমিন ও তার স্বামী শাহ আলম।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মশিউর রহমান রানা, আবু বক্কর সিদ্দিক রবিউল খান, কাউন্সিলর ও সোনাতলা প্রেসক্লাবের সভাপতি নিপুণ আনোয়ার কাজল, পৌর কাউন্সিলর জাফর ইকবাল চপল, রেজাউল করিম, তরিকুল ইসলাম, জামাল উদ্দিন, হারুন-অর রশিদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাবিনা ইয়াসমিন, কহিনুর, কুলছুম, পৌরসভার কর্মচারী রাজু ইসলাম প্রমুখ।
Leave a Reply