কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে যাত্রীবেশে উঠে নির্জন স্থানে নিয়ে গিয়ে চালকের হাত-পা বেঁধে মুখে কস্টেপ লাগিয়ে রাস্তায় ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালানোর সময় সাগর হোসেন পান্নাকে (২৬) জনতা আটক করে। পরে ছিনতাই করা ইজিবাইকসহ সাগরকে কাহালু থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। গত বুধবার রাতে মুরইল থেকে ১ কিঃ মিঃ উত্তরে ভালতা রাস্তার উপর এই ঘটনা ঘটে। আটক সাগর গাইবান্ধা জেলার সদর উপজেলার রূপার বাজার আদর্শ গ্রামের আঃ রহমানের প্রু। পুলিশ জানান, এই ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।
Leave a Reply