গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল শনিবার বগুড়া পর্যটন মোটেলে গাবতলী ও শাজাহানপুর উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী একেএম আছাদুর রহমান দুলু। মতবিনিময় সভায় সাংবাদিকদের কাছে আছাদুর রহমান দুলু তার রাজনৈতিক, পারিবারিক, সামাজিক ও বৈবাহিক অবস্থার কথা তুলে ধরেন। সেইসাথে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শাসন আমলে বগুড়াসহ সারাদেশে উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, শিক্ষা. স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, তথ্য-প্রযুক্তিসহ প্রতিটি খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশব্যাপী ব্যাপক উন্নয়ন করেছে। তাই বাংলাদেশ এখন বিশে^ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ সংসদ নির্বাচনে দেশের মানুষ আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জেলা আওয়ামীলীগের সদস্য আলমগীর হোসেন স্বপনের সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল্লাহ্ আল ফারুক, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, গাবতলী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলনসহ দুই উপজেলায় কর্মরত প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪৭ জন সাংবাদিক। মতবিনিময় কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আছাদুর রহমান দুলু বলেন, বগুড়া-৭ আসনে বিগত দিনে যারা এমপি নির্বাচিত হয়েছেন তারা কেউ এলাকা এবং এলাকার মানুষের উন্নয়নে কাজ করেননি। এলাকার সার্বিক উন্নয়নে নেতৃত্ব দিতেই তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৭ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী।
Leave a Reply