স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় বিভিন্ন মামলায় ৫জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, রবিবার রাতে ও আজ সোমবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিলিন্ন মামলায় ৫জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পলুপাড়া এলাকার মোঃ গোলাপ (২৪), পিতা-মোঃ হাসেন আলী, মোঃ সাইদুর ইসলাম(৩৩), পিতা-মোঃ উকিল। তারাদহ এলাকার মোঃ আনোয়ার হোসেন ওরফে আনার (৩২), পিতা-মোঃ নুরুল ইসলাম ওরফে নুনু মিয়া, ফুলছড়ি উপজেলার বুড়াইল এলাকার মোঃ আশরাফ আলী(৪০), পিতা-মৃত কিয়ামত আলী। এছাড়া নাশকতা মামলায় মোঃ মেহেদী হাসান (২৩), পিতা- মোঃ জহুরুল ইসলাম, সাং- চমরগাছা, থানা- সোনাতলা, জেলা- বগুড়া কে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply