কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার ডেপুইল গ্লাস ফাক্টরীর পাহাদার আব্দুল বাসেদ (৫৫) এর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। গতকাল সোমবার বেলা ১০ টার দিকে ওই ফাক্টরীর ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। বাসেদ উপজেলার দামগাড়ার চাঁন মিয়ার পুত্র। কাহালু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) ফিরোজ ওয়াহিদ জানান, বাসেদের মাথায় রড ও এ্যঙ্গেল দিয়ে আঘাত করার মত ক্ষত রয়েছে। বিষয়টি গুরুত¦ সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।
Leave a Reply