1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা সোনাতলায় তুচ্ছ ঘটনায় হোটেল মালিক অতুলের কান কর্তন বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে কুপিয়ে হত্যা গাবতলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ায় জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষঃ ককটেল বিস্ফোরণ ও গুলি

  • বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৮৯

মোহাম্মাদ আবু মুসাঃ বিএনপির তৃতীয় দফা ডাকা অবরোধের প্রথম দিন বুধবার বগুড়া সদরে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা লাঠি-সোটা নিয়ে মহাসড়কে অবস্থান করলে পুলিশ বাঁধা দেয়।এ সময় জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষকালে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। জামায়াতের নেতা–কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছোড়ে। সকাল আটটার দিকে বগুড়া বাইপাস সড়কের সাবগ্রাম এলাকায় এবং সকাল সাড়ে আটটার দিকে বগুড়া সদরের বাঘোপাড়া ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা-রংপুর মহাসড়কের বাইপাসের সাবগ্রাম এলাকায় বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল এর নেতৃত্বে নেতা-কর্মীরা লাঠি হাতে নিয়ে মহাসড়ক অবরোধ করেন। বাঁধা দিতে গেলে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে কমপক্ষে ১০ নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে। এ ছাড়াও ঢাকা-রংপুর মহাসড়কের বাঘোপাড়ায় পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা আলী আজগরের নেতৃত্বে নেতা-কর্মীরা বাঘোপাড়া মহাসড়কে অবস্থান নেন। এ সময় অবরোধকারী ব্যক্তিদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানের গ্যাসের শেল ছোড়ে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার স্থানীয় সাংবাদিকদের বলেন, জামায়াতের নেতা-কর্মীরা চোরাগোপ্তাভাবে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেন। বাধা দিতে গেলে পুলিশের ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন তাঁরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানের গ্যাসের শেল ও গুলি ছুড়েছে। তবে পুরো পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। অন্যদিকে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা’র নেতৃত্বে দলটির নেতা-কর্মীরা সকাল থেকে শহরের দ্বিতীয় বাইপাস মহাসড়কের লিচুতলা মোড় এলাকায় মহাসড়ক অবরোধ করেন। সেখানে বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সরকারবিরোধী স্লোগান দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট